Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা শঙ্কায় সতর্কাবস্থায় মিয়ানমার বাহিনী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

মিয়ানমারের উত্তর রাখাইনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। গত বছর নিরাপত্তা পোস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার এক বছর পূর্তি হওয়ার কয়েক দিন আগ থেকেই এই সতর্কাবস্থা নিয়েছে সরকারি বাহিনী। একই সঙ্গে রাখাইন রাজ্যের মংডু, বুথিডাউং শহরে সান্ধ্যাকালীন কারফিউর মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মিয়ানমার টাইমস এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্ট আরসা’র হামলার পর থেকেই মধ্যরাতে কারফিউ জারি রয়েছে রাখাইনের এই দুই শহরে। মংডু ও বুথিডাউং জেলার দায়িত্বে থাকা কর্মকর্তা ইউ কিয়াউ উইন হটেট সোমবার জানান, কারফিউর নতুন মেয়াদ দুই মাস বাড়িয়ে ১১ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। রাত দশটায় শুরু হয়ে কারফিউ জারি থাকবে ভোর ৫টা পর্যন্ত। এই কর্মকর্তা জানান, নিরাপত্তা, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। ওই অঞ্চলে এখনও অনেক বিষয়ে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, কারফিউয়ের সময়ে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না এবং বাইরে বের হতে পারবেন না। এই কারফিউর ফলে স্থানীয় বৌদ্ধ ও মুসলিমরা রাত দশটা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বের হতে পারবেন না এবং উন্মুক্ত স্থান বা মসজিদে পাঁচজনের বেশি জড়ো হতে পারবেন না। মংডুর প্রশাসনিক কর্মকর্তা ইউ মুইন্ট খাইন জানান, নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। কারণ, ২০১৭ সালের ২৫ আগস্টে চালানো আরসার হামলার এক বছর সামনে। তিনি বলেন, আমরা উপসংহারে পৌঁছেছি কারফিউর মেয়াদ বাড়ানো এবং আইন অনুসারে পদক্ষেপ নেওয়া দরকার। মংডুর স্থানীয় মুসলিমরা জানিয়েছেন, এলাকার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ২৫ আগস্টকে সামনে রেখে স্থানীয়দের মধ্যেও বড় ধরনের উদ্বেগ রয়েছে। সোমবার স্থানীয় মুসলিম ইউ আরশুট বলেন, আমরা উদ্বিগ্ন হয়তো আরসা আবারও হামলা চালাবে। আরশুট জানান, দিনের বেলা সবাই নির্বিঘেœ বাইরে যেতে পারছে কিন্তু সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। মিয়ানমার টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ