Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিতে মসজিদ প্রতিষ্ঠা বন্ধের ঘোষণা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ইতালিতে আর কোন নতুন মসজিদ প্রতিষ্ঠার অনুমতি দেবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেটো সালফেনি। সালফেনি বলেন, মসজিদ প্রতিষ্ঠার জন্য নতুন জমি বরাদ্দ দিলে ইতালির জনগনের মধ্যে ক্রোধ উস্কে দিবে। তাদের এ দাবি যথার্থ। সালফেনি এক টুইটারে জানান, এখন থেকে কিছুতেই ইতালিতে নতুন কোনো মসজিদ প্রতিষ্ঠা হবে না। পৌরসভার পক্ষ থেকে মসজিদের জন্য জমিন দেয়া এক ধরণের পাগলামি হবে। এজন্য আর কোন মসজিদ নয়।
উল্লেখ্য, ইতালিতে মুসলমানদের জন্য ৭০০ ইবাদতের জায়গা থাকলেও মসজিদ রয়েছে মাত্র ৬ টি। ফলে মুসলিমরা সাময়িক স্থানে নামাজ আদায় করতে বাধ্য হন। এছাড়া দুই মাস আগে ইতালির নতুন সরকার দেশটির সকল ইমাম ও খতিবদের নাম রেজিস্ট্রেশন শুরু করে। সরকারি হিসাব মতে, দেশটির ৬০ মিলিয়ন নাগরিকের মধ্যে মুসলিম জনসংখ্যা ১৬ লাখ। এর মধ্যে মাত্র দেড় লাখ ইতালির নাগরিক। বাকিদের বসবাসের আইনানুগ অনুমোদন রয়েছে। - আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ প্রতিষ্ঠা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ