বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অগ্রীম টিকিট বিক্রির গতকাল রোববার শেষ দিনে চট্টগ্রাম স্টেশনে ছিল উপচেপড়া ভিড়। ২১ আগস্টের টিকিট পেতে অনেকে শনিবার রাত থেকে স্টেশনে এসে অবস্থান নেয়। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি যাত্রীরা। তবে ওইদিনের টিকিটের চাহিদা বেশি থাকায় প্রচন্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট ছাড়া ফিরে গেছেন অনেকে। স্টেশন ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রাম-চাঁদপুর রুটের এক জোড়া স্পেশাল ট্রেনসহ মোট ১২টি আন্তঃনগর ও এক্সপ্রেস ট্রেনের ৮ হাজার ৮১৩টি টিকিট রয়েছে। এর মধ্যে কাউন্টারে বিক্রি করা হয়েছে ৬ হাজার ৮৪৩টি। আগাম টিকিট বিক্রি কার্যক্রম শেষ হলেও নিয়মিত রুটের ট্রেনগুলোর টিকিট যাত্রার দিন বিক্রি করা হবে। এ ছাড়া সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেন ছাড়া বাকি সব ট্রেনে যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে ‘আসনবিহীন টিকিট’ ইস্যু করা হবে বলে জানান স্টেশন ম্যানেজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।