বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির সময় গতকাল শনিবার হাওর এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্ট (রেলকর্মী) শাহ্ আলমকে (২৬) গ্রেফতার করেছে জিআরপি পুলিশ।
মোহনগঞ্জ জি আর পি পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ-ঢাকা রেলপথে প্রতিদিন হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামক দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে আসছে। ঈদ উপলক্ষে যাত্রীদের টিকেটের চাহিদা বেড়ে যাওয়ায় ট্রেনে যাত্রী সেবায় নিয়োজিত থাকা এক শ্রেণীর রেলকর্মী ছাড়াও একটি প্রভাবশালী চক্র ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে প্রতিদিন ট্রেনের টিকিট কালোবাজারী করে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে যাত্রী সাধারণের হয়রাণী ও দুর্ভোগ বেড়ে গেছে।
যাত্রী সাধারণের অভিযোগের প্রেক্ষিতে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জিআরপি পুলিশ গতকাল শনিবার মোহনগঞ্জ স্টেশনে কালোবাজারবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে প্লাটর্ফমে ট্রেনের টিকিট কালো বাজারে বিক্রি করার সময় জিআরপি পুলিশের এএসআই মনি রেলকর্মী শাহ্ আলমকে হাতে নাতে ধরে ফেলে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে তার নিকট থেকে বিভিন্ন তারিখের ৫টি টিকিট উদ্ধার করে।
এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করলে তিনি রেলকর্মী শাহ্ আলমকে আটকের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।