বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার বড় বাজার খেয়াঘাট এলাকার মাঝ নদীতে নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া স্বামীকে ২ দিনেও উদ্ধার করতে পারেনি। পালানোর চেষ্টা করে পুলিশের হাতে আটক হয়েছে স্ত্রী। ঘটনার পর থেকে প্রবল স্রোতের মধ্যে তলিয়ে যাওয়া স্বামী সাব্বির কে খোজার চেষ্টা চললেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গত শনিবার কুষ্টিয়ার বড় বাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, কুষ্টিয়া শহরের বিহারী পট্টির সাইফের ছেলে সাব্বির তার স্ত্রী কে নিয়ে হরিপুর থেকে নৌকা যোগে কুষ্টিয়া বড় বাজার খেয়া ঘাটের দিকে আসছিল। এ সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটির এক পর্যায়ে স্ত্রী তার স্বামী সাব্বির কে হঠাৎ ধাক্কা দিয়ে নৌকা থেকে নদীতে ফেলে দেয়। মুহুর্তের মধ্যে ভরা নদীর স্রোতে মধ্যে তলিয়ে যায় সাব্বির। পরে খবর পেয়ে পরে পুলিশ তাকে আটক করে।
স্থানীরা ঘটনা স্থলের নদীতে নেমে সাব্বির কে খোজার চেষ্টা করলেও তাকে উদ্ধার সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দুদিনে খোঁজাখুজি করেও নিখোঁজ সাব্বিরের লাশ উদ্ধার করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।