রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবু বকর (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া খাতুন (৩২) কে গনপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার হাওড়া গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবু বকর উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছোট কলিবেড় গ্রামের মৃত আকছেদ মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ আবু বকরের স্ত্রী আছিয়ার সাথে স্থানীয় এক ব্যক্তির সাথে পরকিয়ার ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে হাওড়া এলাকার একটি ক্ষেতের মধ্যে বৃদ্ধের লাশ দেখতে পেয়ে তার স্ত্রী আছিয়াকে আটক করে গণপিটুনি দেয়ার পর থানায় খবর দেয় স্থানীয়রা। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার আছিয়াকে আটক করে থানায় হেফাজতে আনা হয়। তিনি আরও জানান, বৃদ্ধকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।