Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ৯:১৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কের মুলবাড়ি এলাকায় রবিবার বিকেলে কাভার্ট ভ্যান চাপায় রহমত উল্লাহ নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। সে সাইঞ্চারপাড় গ্রামের সুজা মিয়ার ছেলে। একই ঘটনায় শিশুর মা হাফেজা বেগম আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সাইঞ্চারপাড় গ্রামের সুজা মিয়ার স্ত্রী হাফেজা বেগম তার শিশুছেলে রহমত উল্লাহকে নিয়ে বাবার বাড়ি ভুরারবাড়ীতে যাচ্ছিলেন। তারা মুলবাড়ী পর্যন্ত পৌঁছলে বিপরীতদিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ট ভ্যান (নম্বর ঢাকা মেট্রো উ ১১-৩৬৬১) তাদের বহনকারী ভ্যানগাড়িকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু রহমত উল্লাহ নিহত হয়। এ ঘটনায় শিশুর মা হাফেজা বেগম আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে কাভার্ট ভ্যানটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যায়। সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহব্বত কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ