মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত অঞ্চলের মধ্যে বর্ণবাদী মনোভাবের বিরুদ্ধে লড়তে সংগঠনভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি জানিয়েছেন, অভিবাসনের ফলে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে তা কোনো দেশই উপেক্ষা করতে পারে না। শনিবার স্পেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অভ্যর্থনা গ্রহণের পর মারকেল সাংবাদিকদের এ কথা বলেন। অভিবাসী বিনিময় চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে স্পেনে এ সফরে যান মারকেল। স্পেনের দক্ষিণের আন্দালুসিয়ার দোনানা ন্যাচারাল রিসার্ভে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা অভিবাসন সম্পর্কে একটি মতৈক্যে পৌঁছান, যদিও ইইউভুক্ত কয়েকটি দেশে অভিবাসীদের আশ্রয়ের বিপক্ষে আন্দোলন হচ্ছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।