রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের বিরামপুরে ইয়াবা ও জাল টাকা সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধায় উপজেলার ব্যাপারিটোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- বিরামপুর উপজেলার আঠারোজানি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নজরুল ইসলাম এবং পার্শ্ববর্তী দেবরপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে রাফিকুল ইসলাম।
বিরামপুর থানার ওসি আব্দুস সবুর জানায়, গোপন সংবাদের ভিত্তি¡তে বিরামপুর থানা পুলিশের একটি দল উপজেলা বেপারিটোলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩১ পিস ইয়াবা এবং এক হাজার টাকার ছয়টি জালনোটসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা জালটাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থাকায় জালটাকা সরবরাহের একাধিক মামলা রয়েছে। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে জালটাকা সরবরাহকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।