বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ স্থল বন্দরে নোঙর অবস্থায় ১৮শ বস্তা মসলাবোঝাই একটি কাঠের বোট (ট্রলার) ডুবে গেছে। জোয়ারের তোড়ে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে কাঠের বোটটির নিচের অংশ ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (১১ আগস্ট) বিকেলে টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে ট্রলারটি ডুবে যায়।
এতে কোনো হতাহত না হলেও ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন
আমদানিকারকরা। তাদের দাবি, বন্দর কর্তৃপক্ষ একটু সতর্ক হয়ে যখনই বোট নোঙর করার পরপরই মালামাল খালাসের ব্যবস্থা করলে এ ক্ষতির মুখে পড়তে হতো না বলে জানিয়েছেন তারা। অথচ রাজস্বও জমা নিয়েছে কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, স্থলবন্দর কর্তৃপক্ষের খাম-খেয়ালিপনা ও শ্রমিক সংকটের কারণে এ দুর্ঘটনা কবলে পড়েছেন তারা।
টেকনাফ স্থলবন্দরেরর মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন ট্রলার ডুবির সত্যতা স্বীকার করে বলেন, পণ্য ও ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।