Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫০০ হজযাত্রীর টিকিট এখনো সংগ্রহ করা হয়নি

দফায় দফায় দেন দরবারে যাত্রীরা গলদঘর্ম পোহাচ্ছে

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

এখনো প্রায় ১৫০০ বেসরকারী হজযাত্রীর বিমানের টিকিট সংগ্রহ করা হয়নি। কম টাকায় হজযাত্রী সংগ্রহ, সউদী আরবে হজে খরব বৃদ্ধি পাওয়ায় এবং গ্রুপ লিডাররা যথাসময়ে হজ প্যাকেজের টাকা পরিশোধ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন হজ এজেন্সি’র ভিসাপ্রাপ্ত অপেক্ষমান হজযাত্রীরা বিমানের টিকিট হাতে না পেয়ে হাজী ক্যাম্পে ও আত্মীয়-স্বজনের বাসা-বাড়ীতে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। হজ এজেন্সিগুলোর মালিক প্রতিনিধি’র কাছ থেকে বিমানের টিকিট হাতে পেতে দফায় দফায় দেন দরবার করে অপেক্ষমান হজযাত্রীরা গলদঘর্ম পোহাচ্ছেন। মিনার ট্রাভেলসের বেশ কিছু হজযাত্রীর বিমানের টিকিট এখনো ক্রয় করা হয়নি। এসব হজযাত্রী হাজী ক্যাম্পে হজে যেতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। হজ ফ্লাইট শেষ হতে আর মাত্র দু’দিন বাকি । হজ অফিসের পরিচালক হজ মো: সাইফুল ইসলাম রাতে ইনকিলাবকে বলেন, এখনো বিভিন্ন হজ এজেন্সি’র প্রায় দেড় হাজার হজযাত্রীর টিকিট ক্রয় বাকি রয়েছে। হজ এজেন্সি’র মালিক-প্রতিনিধি ও হজযাত্রীদের নিয়ে দফায় দফায় দেন দরবার করতে হচ্ছে টিকিট ক্রয়ের জন্য। হজ টিকিট ক্রয়ের চেষ্টা চলছে। এয়ার লাইফ ইন্টারন্যাশনাল(৬০৩) এর এখনো ৬৫ জন হজযাত্রীর টিকিট ক্রয় সম্ভব হয়নি। গতকাল মাত্র ১৫ জন হজযাত্রীর টিকিট ক্রয় করা হয়েছে। বাকিদের টিকিট আজ কালের মধ্যে ক্রয়ের চেষ্টা চলছে বলে ম্যানেজার নাসির উদ্দিন জানান। উক্ত এজেন্সিতে লীড এজেন্সি সিরাজগঞ্জের মুসাফির ট্রাভেলসের স্বত্বাধিকারী মর্জিনা খাতুন ১১৬জন হজযাত্রীকে এয়ার লাইফ ইন্টারন্যাশনালের মাধ্যমে হজে পাঠাচ্ছেন। কিন্ত ২২ লাখ টাকা এয়ার লাইফ ইন্টারন্যাশনালের মালিক মোতাওয়াক্কিল বিল্লাকে পরিশোধ না করেই মর্জিনা খাতুনের স্বামী শফিকুল ইসলাম সউদী আরবে গা-ঢাকা দিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে’র কতিপয় অসাধু কর্মকর্তার চরম উদাসিনতা ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে গত এক মাস আগে থেকেই ঘোষণা দিয়েছে ১৪ আগষ্ট ও ১৫ আগষ্টের বিমানের হজ ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্ত ১৪ আগষ্টের দু’টি হজ ফ্লাইটের টিকিট বিক্রি না করে ব্লক করে রেখে সিন্ডিকেট চক্রের মাধ্যমে টিকিট প্রতি অতিরিক্ত ৩/৪ হাজার টাকা করে হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে টিকিট বিক্রি করা হয়নি। হাবের অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান গতকাল এ অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, বিমানের কাছে গত দেড় মাস আগে ১৪ আগষ্টের হজ ফ্লাইটের প্রায় তিন শ’ হজযাত্রীর টিকিট বুকিং চেয়ে চাহিদাপত্র পেশ করি। কিন্ত দেড় মাস আগেই উক্ত তারিখের হজ টিকিট বিক্রি হয়ে গেছে বলে টিকিট না দিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে। হাবের অর্থ সচিব বলেন, বিমানের অসাধু কর্মকর্তারা কালো বাজারের হজ টিকিট বিক্রি করার উদ্দেশ্যে বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এসব অসাধু কর্মকর্তাদের অসহযোগিতা এবং হজ এজেন্সিগুলো যথাসময়ে হজ টিকিট সংগ্রহ না করায় বিমানের ১৫টি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিমানের এসব কর্মকর্তাদের অসহযোগিতার দরুণ প্রায় ৪০/৫০টি হজ এজেন্সি বাধ্য হয়ে সাউদিয়া এয়ারলাইন্সে গিয়ে চড়া দামে হজ টিকিট কিনছেন। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কালো বাজারে টিকিট বিক্রির স্বপ্ন দেখায় ১৪ আগষ্টের দিন বিমানের দু’টি হজ ফ্লাইট বাতিল হওয়ার খবর শোনা যাচ্ছে। তিনি এসব অপকর্মের সাথে জড়িত বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান। এ ব্যাপারে বিমানের জনসংযোগ বিভাবের মহাব্যবস্থাপক শাকিল মেরাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ১৫ আগষ্ট বিকেল পৌনে চার টায় বিমানের শেষ হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সাউদিয়ার হজ ফ্লাইট আগামী ১৭ আগষ্ট শেষ হবে।

এদিকে, ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি ও সউদী-বাংলাদেশ
সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান আলহাজ বজলুল হক হারুন এমপি গতকাল শনিবার আশকোণাস্থ হজ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনিদের্শনায় এবার হজ ব্যবস্থাপনার কার্যক্রম অত্যান্ত শৃঙ্খলতার সাথে চলছে। কোনো বেসরকারী হজ এজেন্সি’র গাফলতি ও অনিয়মের দরুন হজযাত্রীরা ভোগান্তির শিকার হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত মনিটরিং সেল হজের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। হজ নিয়ে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। আলহাজ বজলুল হক হারুন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ভ্রাতৃ-প্রতীম সউদী আরবের সাথে অত্যান্ত সুন্দর কূটনৈতিক সর্ম্পক বিরাজ করছে। তিনি ঢাকাস্থ সউদী রাষ্ট্রদূতের তত্বাবধানের এবার সরকারী ছুটির দিনেও দূতাবাস খুলে দ্রুত হজযাত্রীদের সকল হজ ভিসা সরবরাহ করায় রাষ্ট্রদূতকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, এয়ার লাইফ ইন্টারন্যাশনালের ১৫২ জন হজযাত্রীর হজের টাকা আইবিএএন-এর মাধ্যমে সউদী আরবে পাঠিয়ে দেয়া হয়েছে। এসব অপেক্ষমান হজযাত্রীদের বিশেষ অনুরোধে সউদী দূতাবাস থেকে গতকালই হজ ভিসা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ