Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান

দি ডন | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম | আপডেট : ৮:২২ এএম, ১২ আগস্ট, ২০১৮

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইমরান খান আগামী ১৮ আগস্ট পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ধারণা করা হচ্ছিল যে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে তিনি শপথ নেবেন। কিন্তু তার দল পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) শুক্রবার ঘোষণা করেছে যে ইমরান ১৮ আগস্ট পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
বনিগালায় ইমরান খানের বাসভবনে ঊর্ধ¦তন দলীয় নেতাদের এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। পিটিআই আসাদ কায়সারকে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার, চৌধুরি সারোয়ারকে পাঞ্জাবের গভর্নর ও চৌধুরি পারভেইজ এলাহিকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার ঘোষণা করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পিটিআই কারো নাম ঘোষণা না করে সোমবার সন্ধ্যায় দলের পার্লামেন্টারিয়ানদের এক মহাসভা ডাকার সিদ্ধান্ত নিয়েছে। তার আগে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাবেক স্পিকার সরদার আয়াজ সাদিক [পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএন-এল)] তাদের শপথ গ্রহণ করাবেন।
উল্লেখ্য, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের নির্বাচনে পিটিআই ১৮০ আসন পেয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
পিটিআইর মুখপাত্র ফাওয়াদ চৌধুরি শুক্রবার ডনকে বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে যে ইমরান খান ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বনিগালায় তার বাসভবনে ঊর্ধ্বতন দলীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় পরিষদের স্পিকার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের সরকারী তারিখের কথা ঘোষণা করেন। ১২ আগস্ট জাতীয় পরিষদের সকল সদস্যের শপথ গ্রহণের পর পরিষদের অধিবেশন শুরু হবে। ১৫ বা ১৬ আগস্ট স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলের বৈঠকের পর পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি মিডিয়ার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি জানান, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জাতীয় পরিষদের স্পিকার পদে মনোনীত হয়েছেন। তিনি বলেন, পাঞ্জাবের সাবেক গভর্নর চৌধুরি সারওয়ারকে পুনরায় গভর্নর মনোনীত করা হয়েছে। অন্যদিকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার মনোনীত করা হয়েছে পাকিস্তান মুসলিম লীগ-কিউ (পিএমএল-কিউ) চৌধুরি পারভেইজ এলাহিকে।
এদিকে আসাদ কায়সারকে স্পিকার হিসেবে মনোনয়ন পিটিআই নেতাদেরকেও বিস্মিত করেছে বলে বলা হয়েছে। পিটিআইর একেবারে কেন্দ্রীয় গ্রুপের কাউকে এ পদে নিয়োগ করা হবে বলে ধারণা করা হয়েছিল। বিশেষ করে ডা. আরিফ আলভি ও শাফকাত মাহমুদের নাম মিডিয়ায় প্রচারণা লাভ করেছিল।
জাতীয় পরিষদের অধিবেশন আহবান ও প্রধানমন্ত্রীর শপথ বিলম্বিত হওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কুরেশি বলেন, কিছু আইনি বাধ্যবাধকতা ও নির্বাচন কমিশন কর্তৃক ফল চূড়ান্ত করার প্রক্রিয়ার জন্য তা হয়েছে। তিনি বলেন, গোটা প্রক্রিয়াই আইনগত কাঠামোর মধ্যে থাকবে এবং প্রেসিডেন্ট সর্বোত্তম পন্থায় তদার ভূমিকা পালন করবেন বলে আমরা আশা করছি।

 



 

Show all comments
  • আরজু ১২ আগস্ট, ২০১৮, ৩:৩৩ এএম says : 0
    অভিনন্দন
    Total Reply(0) Reply
  • জাফর ১২ আগস্ট, ২০১৮, ৩:৩৩ এএম says : 0
    সুন্দর হোক পাকিস্তানের আগামী দিনের পথ চলা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ