Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিভাবকদের ক্ষোভের মুখে পরীক্ষা স্থগিত

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম


মঠবাড়িয়া পৌর শহরের দু’টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সরকার নিষিদ্ধ গাইড বইয়ের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভের মুখে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। শহরের ৫৬ নং মডেল ও ৫৯ নং বকসীর ঘটিচেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই সহ¯্রাধিক শিক্ষার্থীর চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সরকারের নিষিদ্ধ গাইড ‘শর্টকাট সাজেশন’ থেকে হুবহু তৈরী করা প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। শুক্রবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাবে আ’লীগ সহ-সভাপতি ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক আরিফ-উল-হক বিষয়টি সাংবাদিকদের নজরে আনেন। তিনি জানান, বুধবার (৯আগস্ট) ৭নং মডেল এর তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে সরবরাহ প্রশ্নপত্রের সাথে ‘শর্টকাট সাজেশন’ এর প্রশ্নের (১১৯ পৃষ্ঠা) হুবহু মিল রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিভাবক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ