যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাত সরকারের ঘোষিত ১ আগষ্ট থেকে শুরু হওয়া তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণায় প্রতিদিন আউট পাস নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা প্রচুর ভিড় জমাচ্ছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটে। এতে প্রচন্ড হিমশিম খেতে হচ্ছে কনস্যুলেটের কর্মকর্তাদের। অপরদিকে প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করেও আউট পাস সংগ্রহ করতে না পারা, দীর্ঘ লাইনে অপেক্ষয়মান থাকা। কোন টেবিলে কোন কাজটি করাবেন তা বুঝিয়ে দিয়ে সহযোগিতা করার মতো লোক না থাকা এবং কনস্যুলেটের বাইরে পর্যাপ্ত পরিমাণে সামিয়ানার ব্যবস্থা না থাকায় প্রখর রোদের মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রবাসীরা।
আউট পাস নিতে আসা ভুক্তভোগীরা জানান, একদিকে তাদের আউট পাস সংগ্রহ করতে কষ্ট হচ্ছে। অন্যদিকে কনস্যুলেটের কোন রুমে বা কোন কর্মকর্তার কাছে গিয়ে কাজটা করাবেন সে দিক নির্দেশনা পাওয়ার মতো বাইরে সাহায্য-সহযোগিতা করার কোন লোকও খুঁজে পাচ্ছেন না তারা। এতে তাদের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, লোকবল কম থাকায় প্রতিদিন আউট পাস ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন কাজে আসা সহস্রাধিক লোকের উপস্থিতি ঘটার কারণে সেবা দিতে গিয়ে প্রচন্ডভাবে হিমশিম খেতে হচ্ছে। তবে কনস্যুলেটে সেবা নিতে আসা লোকদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে কর্মকর্তাগণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
তবে আউট পাস নিতে আসা প্রবাসীরা জানান, আমিরাত সরকার অবৈধ অভিভাবাসীদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থায় আউট পাস এবং ভিসা বৈধ করণের সুযোগ করে দেয়ায় খুশি তারাও।
উল্লেখ্য, অবৈধ অভিভাসীদের মধ্যে যারা নিয়োগ ভিসা লাগিয়ে বৈধ হবেন তাদের ক্ষেত্রে ক্ষমা ঘোষণার তিন মাসসহ মোট ছয় মাসের অস্থায়ী ভিসা দেয়া হবে। এই সময়ের মধ্যে তারা সকল প্রকার জরিমানা ছাড়া কোথাও ভিসা লাগানোর ব্যবস্থা করতে পারবেন। এরপর আর কোন সুযোগ থাকবেনা। মেয়াদ শেষে তখন বাধ্য হয়ে তাদেরকে দেশেই ফিরে যেতে হবে। এছাড়া যেসব লোক অন্য কোন দেশ থেকে অপরাধ-কর্মকান্ড করে পালিয়ে আমিরাতে এসেছেন অথবা এদেশটিতে এসেও অপরাধ-কর্মকান্ড করে দন্ডিত অবস্থায় রয়েছেন ভিসা বৈধ করণে এমন লোকদের ক্ষেত্রে দু’বছরের নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে তাদেরকে আউট পাস নিয়েই দেশে ফিরে যেতে হবে। তবে এসব লোক দেশে ফিরে গেলেও দু’বছর পর তারা আবার আমিরাতে আসতে পারবেন।
কনস্যুলেটের ওই কর্মকর্তা আরো বলেন, আমিরাত সরকারের ১ আগষ্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণার এমন অপূর্ব সুযোগটি হাতছাড়া করা ঠিক হবেনা। তাই এ দেশটিতে অবৈধভাবে থাকা প্রবাসী বাংলাদেশিরা এ সুযোগটি গ্রহণ করে ভিসা বৈধ করণ অথবা দেশে ফিরে গেলে তাতে উজ্জল হবে দেশের ভাবমূর্তিও।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।