Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের এক রাষ্ট্রের ধারণা ভুল : বাইডেন

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার রাতে বলেছেন, বেনইয়ামিন নেতানিয়াহু তার দেশ ইসরাইলকে ভুল পথে পরিচালনা করছেন। জেরুজালেমে বাসে বোমা হামলার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলায় ২১ জন আহত হয়।
তিনি বলেন, সোমবারের ওই বিস্ফোরণ কোনো সন্ত্রাসী হামলা ছিল কিনা, তা তিনি জানেন না, তবে যারাই এ সহিংসতা ঘটিয়েছে, ভুল পথে পরিচালিত সেসব কাপুরুষকে আমি তীব্র নিন্দা জানাই। তিনি নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, ওবামা প্রশাসনের শেষদিকে এসে তিনি ধৈর্যচ্যুতি ঘটাচ্ছেন। বাইডেন ইরানের সঙ্গে মতানৈক্য দূর না করে বৈরিতা আরও বাড়িয়ে তোলার ব্যাপারেও নেতানিয়াহুর সমালোচনা করেন।
বাইডেন বলেন, নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ইহুদিদের স্বার্থ ও গণতান্ত্রিক পন্থা রক্ষার ব্যাপারে ব্যাপক প্রশ্নের উদ্রেক করে। তিনি বলেন, বিগত বেশ কিছু বছর ধরে ইসরাইল সরকার বসতি স্থাপন সম্প্রসারণ নিয়ে যেসব কর্মকা- করে যাচ্ছে, ভূমি অধিগ্রহণ করছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকে যায়। ইসরাইল এ ক্ষেত্রে ভুল পথে হাঁটছে বলে তিনি মন্তব্য করেন।
ইসরাইলের এসব নীতি ‘একক রাষ্ট্রের’ ভুল চিন্তাভাবনার দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বাইডেন বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলিদের জন্য একটি রাষ্ট্র হবে, এটি ভুল ধারণা। ইসরাইলী ইহুদিরা কখনই সংখ্যালঘু হয়ে থাকতে চাইবে না। এ বাস্তবতা বড় কঠিন।
বাইডেন গত মার্চে নেতানিয়াহু ও আব্বাসের সঙ্গে বৈঠক করেন। তখন তিনি শান্তির লক্ষ্যে গাজা উপত্যকা থেকে ইসরাইলকে চলে আসার আহ্বান জানান। তিনি এও বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। ইসরাইল সরকারের ওপর মাঝেমধ্যে আমাদের হতাশা নেমে এলেও দুই রাষ্ট্রের সমস্য কীভাবে সমাধান করা যায়, সে ব্যাপারেও আমরা সচেষ্ট। বাইডেন বলেন, ইসরাইল ও ফিলিস্তিনÑ কোনো পক্ষই এ নিয়ে আলোচনায় এগিয়ে আসার ব্যাপারে সিরিয়াস নয়। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলের এক রাষ্ট্রের ধারণা ভুল : বাইডেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ