মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বেশ কয়েকটি অফসোর কোম্পানির সঙ্গে জড়িত রয়েছেন বলে পানামা পেপার্সে নাম আসায় পদত্যাগ করেছেন আর্মেনিয়ার বিচারিক আইন বাস্তবায়ন সেবা বিভাগের প্রধান। পানামভিত্তিক ল ফার্ম মোস্যাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের বহু রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে আসার পর তিনি হলেন চতুর্থ ব্যক্তি, যাকে পদ ছাড়তে হলো। রয়টার্স জানায়, গত সোমবার আর্মেনিয়া প্রজাতন্ত্রের বিচার মন্ত্রণালয়ের অধীন এই বিভাগের প্রধান মিখলান পগদ্যাসিয়ান দেশটির প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। মিখলান বিচার মন্ত্রণালয়ের অধীন যে বিভাগের প্রধান ছিলেন সেটি অফিসিয়াল নাম বিচারিক আইন বাধ্যতামূলক বাস্তবায়ন সেবা বিভাগ, আর তার পদের অফিসিয়াল নাম আর্মেনিয়া প্রজাতন্ত্রের বাধ্যমূলক বাস্তবায়ন প্রধান কর্মকর্তা। আর্মেনিয়ার বিচারিক আইন বাস্তবায়ন সেবা বিভাগ দেওয়ানি ও ফৌজদারিসহ বিভিন্ন মামলায় দেশটির আদালত থেকে রায়, জরিমানা ও আদেশ কার্যকরের কাজ করে থাকে। দেওয়ানি ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে দেশের বাইরের কোনো আদালতেও আর্মেনিয়ান সরকারের স্বার্থ রক্ষায় কাজ করে থাকে এই বিভাগ। পদত্যাগপত্র দেয়ার পর এক বিবৃতিতে মিখলান বলেন, এ ঘটনায় প্রশাসনিক ক্ষমতার কোনো সুযোগ ছাড়া একজন সাধারণ নাগরিক হিসেবে যেকোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। পানামা পেপার্সে নাম আসায় এর আগে জনদাবির মুখে পদত্যাগে বাধ্য হন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। একই কারণে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চিলি চ্যাপ্টারের প্রধান এবং স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে মানুয়েল সোরিয়াকে পদত্যাগ করতে হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।