Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা ৫ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন নগরীতে ১৭.৬ ইঞ্চি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫ ব্যক্তি প্রাণ হারিয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নদী উপচে সড়ক-মহাসড়ক ও হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। হিউস্টনে কেবলমাত্র গত সোমবার বেলা ২টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়েছে বলে স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এ নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাসের গভর্নর। নগরীর একটি বিশাল বিপণী কেন্দ্রকে আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে। ৭০ হাজার নাগরিক বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে পড়েছে। এছাড়া, বিমানের শত শত ফ্লাইট বাতিল এবং নগরীর গণপরিবহন ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো কোনো এলাকায় বন্যা জীবনধারণের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলে বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। এ অবস্থার মধ্যেই আবার বৃষ্টিপাত শুরু এবং পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা ৫ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ