Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নিরাপদ সড়ক চাই’ দাবি পূরণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজ

বিশেষ সংবাদদাতা, বরিশাল : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ দাবি পূরণে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দেশের বিরাজমান পরিস্থিতিতে সামাজিক অবক্ষয়সহ ইভটিজিং এবং মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি, গভর্নিং বডির সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আইন-শৃঙ্খলার উন্নয়ন, ইভটিজিং, মাদকাসক্তির কুফল এবং লেখাপড়ার মানোন্নয়নে ছাত্র-ছাত্রীদের সচেতন করার ব্যাপারে পরামর্শমূলক বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে কলেজ প্রিন্সিপাল কমান্ডার (অব.) এম রানা বলেন, এ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারি নিয়ন্ত্রিত, মার্জিত এবং ভদ্র। তারা কোন অনিয়ম, বিশৃঙ্খলা বা অঘটনের সাথে সম্পৃক্ত নেই। তিনি এ ব্যাপারে স্ব স্ব অবস্থানে থেকে কার্যকর ভ‚মিকা রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ