Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সার্ভার বিকল যাত্রীদের ভোগান্তি

ট্রেনের অগ্রিম টিকিট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

নেটওয়ার্ক ক্যাবল বিচ্ছিন্ন হয়ে সার্ভার বিকল থাকায় গতকাল শুক্রবার চট্টগ্রাম রেল স্টেশনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি দেড় ঘণ্টা বন্ধ ছিল। এতে ১২ ঘণ্টা আগে থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষদের দুর্ভোগে পড়তে হয়। অনেক যাত্রী উত্তেজিত হয়ে পড়েন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুষ্কৃতিকারীরা অপটিক্যাল ফাইবার কেটে দেওয়ায় এই সমস্যা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতা বলে তারা মনে করেন। গতকাল আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত কোনো টিকিট বিক্রি করা যায়নি। এদিন ১৯ আগস্টের টিকিট বিক্রি হয়। তবে ক্যাবল সংযোগ দেয়ার পর টিকিট বিক্রি শুরু হয়। চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, নেটওয়ার্ক ক্যাবল কাটা পড়ায় সকাল থেকে টিকিট বিক্রি করা যায়নি। অনলাইন সার্ভার নিয়ন্ত্রণ করে আইএনএস নামে একটা প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, রাতে অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় ইন্টারনেট সচল ছিল না। তবে তারা দ্রুত মেরামত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি-সদরঘাটে চারটি পয়েন্টে অপটিক্যাল ফাইবার কাটা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতা বলে আমাদের ধারণা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
গতকাল চার জেলাগামী ১২ টি ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি হয়। এর মধ্যে ঢাকাগামী ৬টি, চাঁদপুরগামী ৩টি, সিলেটগামী ২টি এবং ময়মনসিংহগামী একটি টিকেট ট্রেন ছিলো। স্টেশন থেকে বলা হয় চট্টগ্রাম-চাঁদপুর রুটের এক জোড়া স্পেশাল ট্রেনসহ মোট ১২টি ট্রেনের ৮ হাজার ৮১৩টি টিকিট রয়েছে। এর মধ্যে কাউন্টারে বিক্রি হয়েছে ৬ হাজার ৮৪৫টি। ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। ৫ শতাংশ করে ১০ শতাংশ টিকিট ভিআইপি ও রেলকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ