মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশটিতে বর্ণবাদী আচারণ বেড়েছে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। পলিটিকো ম্যাগাজিন ও মর্নিং কনসাল্ট নামের একটি গবেষণা কোম্পানি বুধবার এ তথ্য প্রকাশ করেছে। ভার্জিনিয়ার চার্লোটসভিলিতে ইউনাইট দ্য রাইট র্যালিতে সহিংসতার ঘটনার বর্ষপূতি উপলক্ষে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গত বছরের ১১-১২ আগস্টের ওই সহিংসতায় তিনজন নিহত হয়। তুর্কি গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধিত ভোটারের ৫৫ শতাংশ মনে করেন, ট্রাম্প যুগে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। দেশটির শ্বেতাঙ্গ ভোটারদের বেশির ভাগ মনে করেন, বর্ণবাদী সম্পর্ক আগের চেয়ে খারাপ হয়েছে। আর হিসপ্যানিকদের মধ্যে ৬০ শতাংশ এবং আফ্রিকান আমেরিকানদের ৭৯ শতাংশ মনে করেন, বর্ণবাদী ঘটনা বেড়েছে। তবে ক্ষমতাসীন রিপাবলিকানদের এক বড় অংশ মনে করছে, বর্ণবাদী সম্পর্কের উন্নতি হচ্ছে। অথচ বিরোধী শিবির ডেমোক্র্যাটদের ৮২ শতাংশ এর বিপরীত মত দিয়েছেন বলে গবেষণায় দেখা গেছে। এদিকে, গত বছরের সহিংসতার কারণে এ বছর চার্লোটসভিলিতে ইউনাইট দ্য রাইট র্যালি করতে দেবে না স্থানীয় প্রশাসন। এ কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিতে রোববার র্যালির আয়োজন করেছেন ইউনাইট দ্য রাইট র্যালির নেতাকর্মীরা। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।