Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নওগাঁ জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ৩:৩২ পিএম | আপডেট : ৩:৩৬ পিএম, ১০ আগস্ট, ২০১৮

নওগাঁর রানীনগরের ঝিনাগ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।

কেউ বলছেন, তারা আত্মহত্যা করে থাকতে পারে। আবার কেউ বলছেন, শারীরিক অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা, এদিন দুপুরে স্বামী দিলবর রহমান (৬৫) ও স্ত্রী জহুরা বিবি (৬০) ঘরে ঘুমিয়ে ছিলেন।

বিকালে বাড়ির লোকজন তাদের খাওয়ার জন্য ডাকতে গেলে সাড়াশব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে দুজনই মৃত অবস্থায় পড়ে আছে।

রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ