Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে উন্নয়ন কর্মকাণ্ড উপস্থাপন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

নীলফামারীর সৈয়দপুরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা তথ্য অফিস গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর প্রেস ক্লাবের নিজস্ব ভবনে ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সৈয়দপুর উপজেলা সংবাদদাতা মো. আমিরুজ্জামান। প্রেস ব্রিফিংয়ের শুরুতেই নীলফামারী জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর কবির তার লিখিত বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য, অর্জন ও গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকান্ড এবং অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপস্থাপন করা উন্নয়ন কর্মকান্ডের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং তুলে ধরা হয়। এ সব হচ্ছে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যূৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিযোগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন, সাংবাদিক কাজী জাহিদ, আবু-বিন আজাদ, সাকির হোসেন বাদল, জিকরুল হক, এম আল আলম ঝন্টু, এম এ করিম মিষ্টার, এম ওমর ফারুক, ওবায়দুল ইসলাম মিয়া ও তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ। প্রেস ব্রিফিংয়ে নীলফামারী জেলা সহকারি তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায় ও সৈয়দপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার সংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন

২৩ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
২৮ অক্টোবর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ