Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সু-৩৫ পাচ্ছে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে ভয়ঙ্কর সব সামরিক মহড়ায় ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া তারা। আর তারই জের ধরে এবার ভারতকে চমকে দিয়ে পাকিস্তানকে সুখোই বিমান রফতানি করার সিদ্ধান্ত নিল রাশিয়া। এদিকে কূটনীতিবিদদের ধারণা, মস্কোর সঙ্গে ভারত যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট তৈরি করতে চায়নি বলেই রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের দাবি, ভারতের বিষয়ে বেশি উৎসাহী হতে নিষেধ করছে রাশিয়ান থিংক ট্যাংক। যদিও আজও ভারত অস্ত্রভান্ডারের বেশির ভাগ জিনিসই রাশিয়া থেকে কিনে থাকে। রাশিয়ার সেন্টার ফর এনআলাইসিস অব স্ট্রেটেজিক এন্ড টেকনোলজির কর্ণধার জানান, ‘ভারতকে অবজ্ঞা করা হচ্ছে না, তবে এই মুহূর্তে পাকিস্তানকে সুখোই বিমান না দেওয়া হলে আগামী পাঁচ বছরের মধ্যে বাজার ধরে ফেলবে চীন, দক্ষিণ কোরিয়া, এমনকী তুরস্কের মতো দেশ।’ ২০০৭ সালে ভারত ও রাশিয়ার মধ্যে যৌথভাবে এয়ারক্রাফট তৈরি করার চুক্তি হয়। কিন্তু এ বছরের জুলাইয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, রাশিয়া একাই ওই প্রজেক্ট চালাক। প্রয়োজনে শেষের দিকে ভারত যোগ দেবে। ভারতে এইভাবে মুখ ঘুরিয়ে নেওয়ায় অসন্তুষ্ট রাশিয়া। ওই বিশেষজ্ঞ আরও জানান, ‘এর আগে ভারতের স্বার্থে পাকিস্তানের সঙ্গে অনেক লোভনীয় চুক্তি বাতিল করেছে রাশিয়া। কিন্তু এবার নিজেদের আর্থিক উন্নতির দিকে নজর দেওয়া উচিৎ। উল্লেখ্য, রাশিয়ার এক অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান এই সু-৩৫। তাস, আরটি।



 

Show all comments
  • জামান ১০ আগস্ট, ২০১৮, ২:২১ এএম says : 2
    পাকিস্তান-রাশিয়া বনাম ভারত-আমেরিকা
    Total Reply(0) Reply
  • আরিবা আফরিন ১০ আগস্ট, ২০১৮, ৩:৩৩ পিএম says : 0
    Nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ