বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্বের হার অত্যন্ত বেশি হওয়ায় এটা নিবারণে জরুরি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন স্থানীয় ও আঞ্চলিক চক্ষুরোগ বিশেষজ্ঞরা।
তারা বলেন, যদিও রোহিঙ্গাদের রোগতত্ত¡ সম্পর্কিত কোনও উপাত্ত পাওয়া যায়না, তবে মিয়ানমারে বসবাসকালে তাদের সীমিত স্বাস্থ্যসেবা সুযোগ এবং কক্সবাজারের স্বাস্থ্যশিবিরে তাদের অভিযোগের ধারা থেকে এটা বোঝা যায় যে তাদের বড় একটি অংশ চোখের ছানি, চালশে ও কর্নিয়া সমস্যা ভুগছে। বিশেষজ্ঞরা কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের ওপর অন্ধত্ব ও অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক একটি জরিপ পরিচালনার পরামর্শ দেন যাতে সেখানকার প্রকৃত চক্ষুস্বাস্থ্য পরিস্থিতি জানা যায় এবং সেটা মোকাবিলা করা যায়।
গতকাল রাজধানীর ব্রাক সেন্টার ইন মিলনায়তনে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের স্থানীয় সম্প্রদায়ের চক্ষু স্বাস্থ্যসেবা সাড়া- পরিস্থিতি বিশ্লেষণ ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এসব সুপারিশ করেন তারা। অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং কিউসিভি এক্সপান্ডিং আই কেয়ার প্রজেক্টের সহায়তায় আইএনজিও ফোরাম ইন আই হেলথ এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব বøাইন্ডনেস (আইএপিবি) এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আইএপিবি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. এএইচএম এনায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আইএপিবি দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের চেয়ার ডা. তারাপ্রসাদ দাস, এশিয়া প্যাসিফিক অ্যাকাডেমি অব অফথালমোলোজির ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর আভা হোসেন এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক ও ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর প্রফেসর ডা. গোলাম মোস্তফা।
যুক্তরাষ্ট-ভিত্তিক সেভা ফাউন্ডেশনের পরামর্শক ডা. জেরি ভিনসেন্ট মূল প্রবন্ধ উপস্থাপন করেন যাতে তুলে ধরা হয় রোহিঙ্গাদের পরিস্থিতি বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত। অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ এবং আইএনজিও ফোরামের চেয়ার ও ফ্রেড হলোজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. জারিন খায়েরও কর্মশালায় বক্তব্য রাখেন।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।