বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক দুর্ঘটনা আইনে সর্বোচ্চ শাস্তি ৫ বছর করা সুপ্রিম কোর্টের দেয়া রায়ের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি সাত বছর করার জন্য রায় দিয়েছিল। এখন সড়ক দুর্ঘটনা আইনে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর করা ওই রায়ের সঙ্গে সাংঘর্ষিক কি-না। এমন প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।