Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জয় পেলো মুস্তাফিজুরের দল

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাতের মুঠো থেকে জয় কেড়ে নিয়ে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের গনশত্রæ এখন হারদিক পান্ডে। শেষ তিন বলের থ্রিলারে মুশফিকুর,মাহামুদুল্লাহ,শুভাগতহোমকে ফিরিয়ে দেয়া সেই হারদিক পান্ডেকে দারুন শিক্ষা দিতে পেরেছেন মুস্তাফিজুর। উইকেটহীন আইপিএলের ম্যাচ কাটবে মুস্তাফিজুরের, তা কাম্য নয় কোন বাংলাদেশীর। বোলিং কোটা পূরন করার ১ বল আগে বিস্ময়কর ডেলিভারীতে সানরাইজ হায়দারাবাদই শুধু নয়, হাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদেরও। লো ফুলটসে হারদিক পান্ডেকে ফিরিয়েছেন তিনি বোল্ড আউটে। ৪-০-৩২-১, রানটা একটু বেশি মনে হতে পারে। তবে মুস্তাফিজুরের ৪ ওভারে ৩টি বাউন্ডারির তিনটিই এসেছে বাজে ফিল্ডিংয়ের কারনে। লেগ স্ট্যাম্পে পিচিং ডেলিভারীতে প্রথম বলে লং লেগ দিয়ে বাউন্ডারিটির দায়ও সানরাইজ উইকেটকিপার এবং ফিল্ড সেট আপের ভুলের কারনেই। প্রথম স্পেলটি তার ১-০-৯-০, দ্বিতীয় স্পেলটি সেখানে ৩-০-২৩-১। মুস্তাফিজুরের বোলিংয়ে ১৪২/৬ এ মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকে রেখে নিজেদের ভেন্যু থেকে আইপিএল’র চলমান আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। তা সম্ভব হয়েছে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে ( ৫৯ বলে ৭ চার ৪ ছক্কায় ৯০ নট আউট)। ম্যাকক্লিনগানের বাউন্সারে স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কায় ১৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় উপহার দিয়েছেন এই অস্ট্রেলিয়ান। দ্বিতীয় উইকেট জুটির ( ওয়ার্নার-হেনরিকস) ৬২ রান অবশ্য জয়ের পথটা সুগম করেছে সানরাইজার্সের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয় পেলো মুস্তাফিজুরের দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ