পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের হামলায় ঘটনায় উদ্বেগ জানিয়েছে সুপ্রিম কোর্ট বারের নেতারা। মঙ্গলবার আইনজীবী সমিতির শহিদ সফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলারও নিন্দা জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। এসময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বারের সভাপতি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনী যে তান্ডব সৃষ্টি করেছে তাতে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা উদ্বিগ্ন। তিনি বলেন, আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তা খুবই দুঃখ জনক। সেইসঙ্গে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে হামলাকারী দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান জয়নুল। এছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের সু চিকিৎসা এবং এ ঘটনায় সরকারকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বারের সভাপতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।