Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশী ক্রিকেটার খুঁজছে আবাহনী লিজেন্ডস গাজী গ্রæপ

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্লেয়ার্স বাই চয়েজ ফর্মূলায় দল-বদল সম্পন্ন হওয়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আসন্ন আসরে অধিকাংশ দলগুলোর শক্তি প্রায় কাছাকাছি। দলের ঘাটতি কাটিয়ে নিতে ভরসা এখন বিদেশী ক্রিকেটার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটারদের অংশগ্রহন থেকে অলিখিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে পাকিস্তান ক্রিকেটারদের পেতে উদগ্রীব ক্লাবগুলো। তবে আজ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট পাকিস্তান কাপের আসর বসছে বলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুরুতে পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ছাড়াই লীগ খেলতে হবে ক্লাবগুলোকে। পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হককে পেতে আগ্রহী ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমিন খান দিয়েছেন এ তথ্য।
এদিকে লীগের প্রথম রাউন্ড থেকে বিদেশী ক্রিকেটারের অংশগ্রহন নিশ্চিত করতে ইতোমধ্যে শেখ জামাল ধানমন্ডী ক্লাব ঢাকার ঘরোয়া ক্রিকেটের পারফরমার ইংল্যান্ডের রবি বোপারাকে দিকে বাড়িয়েছে হাত। বোপারা সম্মতিও দিয়েছে এই প্রস্তাবে। দলটির এক ক্রিকেটার এ তথ্যই দিয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড শ্রীলংকার টপ অর্ডার উপল থেরাঙ্গার সঙ্গে কথা পাকা করেছে। ইংলিশ কাউন্টি ক্রিকেটের জন্য সর্বশেষ আসরের রানার্স আপ প্রাইম দোলেশ্বরের ঘরের ছেলে হয়ে যাওয়া ডেভিড মালানের সার্ভিস পাচ্ছে না এবার। আগামী মে-জুনে ইংল্যান্ড সফরে পূর্নঙ্গ সিরিজে ( ৩ টেস্ট, ৫ ওয়ানডে, ১ টি-২০) খেলবে বলে শ্রীলংকা ক্রিকেট দলের বর্তমান ক্রিকেটারদের কাউকে পাচ্ছে না ক্লাবটি। বাধ্য হয়ে শ্রীলংকার দ্বিতীয় সারির উইকেট কিপার কাম ব্যাটসম্যান এহসান লাহিরু মিলান্থাকে নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ভাগ্যটা একটু ভাল। লীগের প্রথম ২ ম্যাচের জন্য পেয়েছে তারা শ্রীলংকার দিলশান মুনাবীরাকে। টেস্ট ক্রিকেটকে গুডবাই জানানোয় অবশিস্ট রাউন্ডগুলোতে পাচ্ছে তারা পাকিস্তান অল রাউন্ডার শোয়েব মালিককে। কলাবাগান ক্রীড়াচক্র ইতোমধ্যে পেয়ে গেছে জিম্বাবুয়ে টপ অর্ডার অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজাকে।
বিপিএল থ্রি’র পারফর্মার পাকিস্তানের আসহার জাইদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারনে এবার লিজেন্ডস অব রূপগঞ্জে নয়, এই পাকিস্তানীকে দেখা যাবে কলাবাগান ক্রিকেট একাডেমীতে। প্লেয়ার্স ড্রাফটে লটারী ভাগ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ন দল গঠন করায় আপাতত: বিদেশী ক্রিকেটার নিয়ে মাথাব্যাথা তেমন নেই আবাহনীর। এখন পর্যন্ত কোন বিদেশী ক্রিকেটারকে নিশ্চিত করতে পারেনি তারা। শুধু আবাহনীই নয়, বিগ বাজেটের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জ এবং গাজী গ্রæপও পছন্দের বিদেশী ক্রিকেটার খুঁজছে। বিদেশী ক্রিকেটার ছাড়াই লীগ শুরু করতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়নকেও। কম বাজেটের দল সিসিএস বিদেশী ক্রিকেটার ছাড়াই লীগ খেলার সিদ্ধান্ত স্থির করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশী ক্রিকেটার খুঁজছে আবাহনী লিজেন্ডস গাজী গ্রæপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ