Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ হতে পারেন নেইমার

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মাঠ যেটাই হোক, বিজয়ী দলের খেলোয়াড়রা উদযাপন করবে সেটাই তো স্বভাবিক। পরশু রাতে ন্যু ক্যাম্পে স্প্যানিশ লা লিগায় বার্সাকে ২-১ ব্যবধানে হারিয়ে তেমনই উদযাপন করছিল ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা। প্রতিপক্ষের এই উদযাপনের ব্যাপারটা বোধ হয় ভালো লাগেনি পরাজিত দলের তারকা নেইমারের কাছে। সফরকারী দলের রাইট-ব্যাক আন্টোনিও বারাগানের মাথায় চাপড় বসিয়ে দেন নেইমার! এর জন্য ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা ব্রাজিল অধিনায়কের দিকে তেড়েও আসে। কিন্তু ব্যাপারটা তখন আর বেশি দূর গড়ায়নি। জয়ের আনন্দ-স্রোতেই হয়তো ভেসে যায় ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের রাগ। মাঠে দায়িত্বরত রেফারি ডেভিড ফার্নান্দো বারবালাচেরও চোখ এড়িয়ে যায় ব্যাপারটি। তবে টিভি রিপ্লেতে ধরা পড়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের মাথায় নেইমারের চড় দেয়ার ঐ দৃশ্য। ফুটবলের নিয়ম অনুযায়ী, মাঠে কারো মাথায় আঘাত করলে নিষেধাজ্ঞার আওতায় পড়তে হয় আঘাতকারীকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ হতে পারেন নেইমার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ