Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্ত ভঙের পরিণাম মারাত্মক : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা মঙ্গলবার সকাল থেকে আরোপ করা হয়। খবরে বলা হয়, মূলত ইরানের মোটরযান খাতসহ স্বর্ণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতুর রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত করার জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এই পদক্ষেপকে মনস্তাত্তি¡ক যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। অপরদিকে, এই নিষেধাজ্ঞার শর্ত ভঙ্গ করা ব্যক্তি বা প্রতিষ্ঠান মারাত্মক পরিণামের সম্মুখীন হবেন বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, ২০১৫ সালের ওই পরমাণু চুক্তির অংশ হিসেবে থাকা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই মার্কিন সিদ্ধান্তে গভীর দুঃখপ্রকাশ করেছে। সব পক্ষকে চুক্তির প্রতিশ্রæতি মেনে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছে তারা। কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? মি. ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশ অনুযায়ী নিম্নোক্ত খাতে পুনর্বহাল হবে নিষেধাজ্ঞা। ইরান সরকারের মার্কিন ডলার কেনা বা সংগ্রহ; স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু কেনাবেচার ক্ষেত্রে; গ্রাফাইট, অ্যালুমিনিয়াম, স্টিল, কয়লা ও শিল্প কারখানার কাজে ব্যবহৃত সফটওয়্যারের আমদানি; ইরানি রিয়াল সংক্রান্ত লেনদেন; ইরানের সার্বভৌম ঋণ খাত; মোটরযান খাত;বন্দর কার্যক্রম, জ্বালানি, জাহাজ ও জাহাজ নির্মাণ সংক্রান্ত খাত; পেট্রোলিয়াম বা জ্বালানি তেল সংক্রান্ত লেনদেন ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা আশা করবো সব রাষ্ট্র এমন পদক্ষেপ নেবে যার ফলে ইরানের সামনে যে কোনো একটি পথ খোলা থাকে : হয় তারা বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরী করা ও বিশ্বের জন্য হুমকিস্বরূপ কার্যক্রম বন্ধে করে বিশ্বের অর্থনীতির সাথে একাত্মতা প্রকাশ করবে, অথবা সারা বিশ্ব থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে।’ বিবিসি।



 

Show all comments
  • সাব্বির ৮ আগস্ট, ২০১৮, ৩:৫৫ এএম says : 0
    পরের দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে একটু আয়নায় দেখুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ