Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেফতার

৯২ কোটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ উত্তোলন করে ৯২ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার আসামি সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। ২০১৭ সালের ২৬ আগস্ট খুলনার দৌলতপুর থানায় দুদকের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন- সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল, খুলনা প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ও সাবেক কর্মকর্তা অজিত কুমার সরকার।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ : আসামিরা পরস্পর যোগসাজশে মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের অনুকুলে ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত মোট ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা ব্যাংক থেকে ঋণ উত্তোলনপূর্বক প্রতারণা, জালিয়াতি ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে আত্মসাত করেন। যা সুদাসলে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা হয়েছে। ইতোমধ্যে এ মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনালী ব্যাংক

২৭ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ