Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ এর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসে নিঝর আবাসিক এলাকায় ‘রাধাচূড়া’ নামক একটি গাছের চারা রোপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ উদ্বোধন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ঢাকা ও মিরপুর সেনানিবাসে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিনড়ব প্রকার দশ হাজার গাছের চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ নিঝর আবাসিক এলাকার সর্বমোট ১০০টি গাছ লাগানো হয়েছে। বরাবরের মত এবারও সেনাবাহিনী বৃক্ষরোপন ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ এর উদ্দেশ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ