পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলন ঠেকাতে নতুন কৌশল অবলম্বন করেছে আওয়ামী লীগ। সেজন্য অন্যান্য দিনের তুলনায় গতকাল রাস্তায় স্কুলের শিক্ষার্থীদের কম উপস্থিতি দেখা গেছে।
গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই রাস্তায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানার নিয়ে মানববন্ধন শুরু করে। ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারাও দিয়েছে যেন শিক্ষার্থীরা মেইন রোডে না আসতে পারে। এরপরও মূল রাস্তায় স্কুলের শিক্ষার্থী রাস্তায় দাড়াতে গেলে তাদেরকে বলা হয়, যেহেতু দাবি একটাই তাই তাদের রাস্তায় থাকার দরকার নেই। তারাই নিররাপদ সড়কের দাবি আদায়ৈর জন্য মানববন্ধন করছে। ফলে বড়দের কথায় স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় দাড়াতে পারেনি।
এছাড়া বিভিন্ন এলাকায় স্কুলের প্রধানশিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করেছে স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতারা যেন শিক্ষার্থীরা রাস্তায় না নামে। স্কুলগুলোকে সতর্ক করার পাশাপাশি অভিভাবকরা যেন সন্তানদের দেখে রাখার জন্য তাগিদ দেয়া হচ্ছে।
এলাকার কোন কোন ছেলে এই আন্দোলনে সক্রিয় থাকছে সে ব্যাপারে খোজ নিয়ে তার অভিভবককে জানানো হচ্ছে।
তাই রাজধানীতে আন্দোলনকারীদের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের খুব কম চোখে পড়েছে। যেসব এলাকায় অবরোধ, ভাংচুর, মারামারি হয়েছে তার বেশিরভাগই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির সামনে হয়েছে। যার নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
এতে করে স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে শুরু হওয়া নিরাপদ সড়কের আন্দোলন এখন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, এই আন্দোলন নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। এই আন্দোলনের পিছনে সরকার বিরোধী শক্তি ও বিশাল ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে।
দলীয় সূত্র জানায়, এখন পর্যন্ত তাদের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। ষড়যন্ত্রের কারণে কোন ভাবেই ক্ষতিগ্রস্থ হতে চায় না ক্ষমতাসীনরা। সুন্দর ভাবে এই আন্দোলন মোকাবেলা করে নিরাপদ সড়ক গড়তে চায় আওয়ামী লীগ সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।