Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শাস্তির মুখে আবু হায়দার

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার আবু হায়দার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বাজে ভাষা ব্যবহার করার কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের চতুদর্শ ওভারে রভম্যান পাওয়েলের ব্যাটে দু’টি ছক্কা হজম করেন আবু হায়দার। এরপরই নাকি তিনি বাজে ভাষা ব্যবহার করেন। ম্যাচ শেষে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আম্পায়ার আগে একবার সতর্ক করলেও পাওয়েল ছক্কা মারার পর আবার ‘অনুপযোগী’ ভাষা ব্যবহার করবেন আবু হায়দার। আম্পায়াররা অভিযোগ আনেন তার বিরুদ্ধে। ম্যাচ রেফারির কাছে নিজের দায় স্বীকার করেন হায়দার। তাই আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবু হায়দার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ