নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের জন্মদিন পালন করেছে ঢাকা আবাহনী লিমিটেডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শনিবার দিবাগত রাত ১২.১ মিনিটে ক্লাব প্যাভিলিয়নে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে দিনের কার্যক্রম শুরু করেন আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপি। গতকাল সকাল ৯টায় বনানী গোরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আবাহনী। বিকেলে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শেখ কামালের স্মৃতিচারন অনুষ্ঠান ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসমলা বীর প্রতীক। এছাড়াও আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হারুনুর রশিদ, ক্লবের চেয়ারম্যান সালাম এফ রহমান, পরিচালক কাজী ইনাম আহমেদ, শেখ মো. জাহাঙ্গীর আলম, কাজী আনিস আহমেদ ও আবাহনীর সমর্থক গোষ্ঠীর সভাপতি বেলায়েত হোসেন বাবু।
ক্রীড়াঙ্গণের পুরোধা ব্যক্তি শহীদ শেখ কামালের ৬৯তম জন্মদিন ছিল গতকাল। ঢাকা আবাহনী লিমেটেডের এই প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধাভরেই স্মরন করলেন ক্রীড়া ব্যক্তিত্বরা। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ধানমন্ডিতে পরিবারের অন্যদের সঙ্গে শাহাদাত বরন করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।