Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্তন্যপান নিয়ে কালিমা দূর করতে আদালতে মায়েরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

জন্মের পর মায়ের বুকের দুধই শিশুর একমাত্র খাবার। কিন্তু প্রকাশ্যে বুকের দুধ খাওয়ানোকে বিশ্বের বেশির ভাগ দেশেই সামাজিকভাবে বাঁকা চোখে দেখা হয়। তবে এ অবস্থার পরিবর্তন ঘটবে- এমন প্রত্যাশা নিয়ে ১ থেকে ৭ আগস্ট পালিত হচ্ছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ’। সামাজিকভাবে ভিন্ন চোখে দেখা হলেও দক্ষিণ এশিয়ার অন্যতম রক্ষণশীল দেশ ভারতে প্রকাশ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানো ‘সামাজিকভাবে অগ্রহণযোগ্য’ হিসেবে বিবেচিত হয়ে আসছে। দেশটিতে যেখানে নারীদের কাছ থেকে ‘শালীন’ পোশাক আশা করা হয়, সেখানে শিশুকে প্রকাশ্যে বুকের দুধ খাওয়ানোর বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া হয় না। অনেক ক্ষেত্রে যৌন নিপীড়নের মতো ঘটনাও ঘটছে। তবে এ অবস্থারও পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। বুকের দুধ খাওয়ানোর বিষয়টি সামাজিকভাবে মেনে নিতে সহায়তার জন্য ভারতের ইতিহাসে নাম উঠতে যাচ্ছে নয় মাস বয়সী অভায়নের। অভায়নের আইনজীবী মা-বাবা নেহা ও অনিমেষ রাস্তোগি প্রকাশ্যে বুকের দুধ খাওয়ানো নিয়ে দিল্লির উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন। দিল্লির বাইরে নয়ডায় বসবাস করেন নেহা ও অনিমেষ। নেহা বলেন, ‘আমি উড়োজাহাজে বেঙ্গালুরুতে যাচ্ছিলাম। আমার সহযাত্রীরা সবাই পুরুষ ছিল। সে সময় আমার ছেলে কেবল বুকের দুধের ওপরই নির্ভরশীল ছিল, কিন্তু আমার পক্ষে সেখানে তাকে খাওয়ানোটা ভীষণ কঠিন হয়ে পড়ে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্তন্যপান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ