মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর বাসভবনের গেট ভেঙে শনিবার গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক অনুপ্রবেশকারী। গাড়ি থেকে নেমেই বাড়ি ভাংচুরের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা গুলি চালায়। তাতে মৃত্যু হয় ওই যুবকের। ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না। ফারুক ও তার পুত্র সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কেউই সেসময় বাড়িতে ছিলেন না। ধস্তাধস্তিতে জখম হয়েছেন এক নিরাপত্তা কর্মী। ফারুক আবদুল্লাহর নিরাপত্তারক্ষীদের গুলিতে ঝাঁজরা হয়ে যায় ওই অনুপ্রবেশকারীর দেহ। পুলিশ পরে ওই হামলাকারীর কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার করেছে। সেই কার্ড থেকে জানা যায় হামলাকারীর নাম মুরাদ আলি শাহ। বাড়ি সীমান্তবর্তী জেলা পুঞ্চে। সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, তাকে বারবার সতর্ক করা হচ্ছিল, কিন্তু সে শোনেনি। গেটে দাঁড়ানো সিআরপিএফের নিরাপত্তারক্ষীরাই নিষেধ করছিল তাকে। সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়। পুলিশ কর্মকর্তা বিবেক গুপ্ত বলেন, ‘প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল ওই অনুপ্রবেশকারী। দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ফলে আহত হন দায়িত্বরত কর্মকর্তা। এছাড়া বেশ কিছু সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়। ওই ব্যক্তি ঘরে ঢুকতে উদ্যত হলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই সে মারা যায়।’ পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।