Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজব ও উস্কানির অভিযোগে ২৮ সাইটের বিরুদ্ধে মামলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১:২৫ এএম

শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে গুজব ছড়ানো ও উস্কানি দেয়ার অভিযোগ এনে ২৮টি সাইটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ বাদী হয়ে গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করে।
মামলার এজাহারে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন দাবিতে আন্দোলন করছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। এ সুযোগে একটি স্বার্থান্বেসী চক্র ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে এবং টুইটারের ২৮টি আইডিতে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক পোস্ট ও তথ্য দিয়ে ছাত্রছাত্রীদের ভিন্ন পথে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ পোস্ট ও তথ্যতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের মৃত্যুর গুজবসহ নানা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে।
ডিএমপির সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের এডিসি মো. নাজমুল ইসলাম জানান, আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ফেসবুকে এবং টুইটারে একটি চক্র সক্রিয় রয়েছে। এমন চক্রের প্রায় ২৮টি আইডিকে আমরা চিহ্নিত করেছি। গতকাল থেকেই তাদের ধরার জন্য অভিযান চালানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ