পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেছেন, ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার দায় সরকারকে নিতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ধানমন্ডি ঝিকাতলায় রাস্তায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের বর্বরোচিত হামলা গুলিবর্ষণ ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের এই হামলার দায় সরকারের।
বদরুদ্দীন উমর বলেন, ২৯ জুলাই সড়কে শহীদ রমিজউদ্দিন ক্রান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু পরবর্তী সময়ে নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের উপহাস ও দায়িত্বহীন বক্তব্যে ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনগণ বিক্ষোভে ফেটে পড়ের। নৌমন্ত্রীকে শাজাহান খানকে মন্ত্রিসভা থেকে বহিস্কার না করে সরকার উল্টো জনগণের উপর জুলুম নির্যাতন করছে। জনগণ এই জুলুম প্রতিহতের পথ বেছে নিয়েছে। এ অবস্থায় ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সকল দল ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।