Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিচার বিভাগের স্বাধীনতা খর্ব দেশে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলবে -বদরুদ্দীন উমর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিচার বিভাগের স্বাধীনতা খর্ব দেশে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলবে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত দার্শনিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলাবিধির গেজেট যে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তাতে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়েছে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্ত করার এই প্রক্রিয়া দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা প্রদান করবে। মিল্টন চাকমা স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিমের নামও উল্লেখ করা হয়।
প্রখ্যাত এই লেখক বিবৃতিতে আরো বলেন, বিচার বিভাগ পৃথিকীকরণ সম্পর্কে সুপ্রীমকোর্টের যে নির্দেশ ছিল এ ঘটনা তার পরিপন্থী। এই প্রক্রিয়া দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমের পথ উন্মুক্ত করেছে যা গণতন্ত্রের শেষ চিহ্নটুকুকে মুছে ফেলতে উদ্যত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বদরুদ্দীন উমর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ