Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুস্কৃতির উপর দাঁড়িয়ে সরকার ফ্যাসিবাদী শাসন চালাচ্ছে : বদরুদ্দীন উমর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বর্তমান সরকার দুস্কৃতির উপর দাঁড়িয়ে আছে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি প্রখ্যাত পন্ডিত বদরুদ্দীন উমর। তিনি বলেন, এদেশের শাসকশ্রেণী দুর্বল। সাম্রাজ্যবাদের সাথে গাটছড়া বাধা এই শাসকশ্রেণী জনগণের উপর এক ফ্যাসিবাদী শাসন কায়েম রেখেছে। এই শাসকশ্রেণী দাঁড়িয়ে আছে চুরি, লুন্ঠন, দুর্নীতির উপর। দেশের জনগণের শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের বিষয়ে এদের কাছে অগ্রাধিকার নেই। বর্তমান সরকার দুস্কৃতির উপর দাঁড়িয়ে আছে। তিনি আরো বলেন, এই শাসকশ্রেণীকে ধাক্কা দিতে যে পরিমান শক্তির দরকার ছিল, সেই শক্তি আজ অর্জন করতে হবে। এদেশের জনগণের অভ্যুত্থানের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের উপর দাঁড়িয়েই সংগ্রাম গড়ে তুলতে হবে। বর্তমান ফ্যাসিবাদী শাসন ফেলে দিতে হবে। মহান অক্টোবর বিপ্লবের ১০০ বছর উদযাপন উপলক্ষ্যে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুরুতে মুক্তির মঞ্চের শিল্পীরা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন। উদ্বোধনী বক্তৃতায় কমরেড বদরুদ্দীন উমর বলেন, মহান অক্টোবর বিপ্লব মানবজাতিকে মুক্তির পথ দেখিয়েছে যা মানবজাতির ইতিহাসে এর আগে দেখা যায়নি। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ দেশে দেশে দরিদ্র-বৈষম্য যুদ্ধ আগ্রাসনের বিস্তার ঘটিয়েছে। পরিবেশ ধ্বংস করে পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। পুঁজিবাদ তাই মানবজাতির মুক্তির পথ নয়। সমাজতন্ত্রই মানবজাতির মুক্তির পথ।
উদ্বোধন শেষে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে এক লাল পতাকার মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অক্টোবর বিপ্লবের ১০০ বছর উদযাপনে আলোচনা সভা। কমরেড বদরুদ্দীন উমরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটির সভাপতি ড. আকমল হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, কবি হাসান ফকরী, সজীব রায়, এ্যাডভোকেট ভুলন ভৌমিক, নতুন কুমার চাকমা, আবদুল হাকিম, হাসিবুর রহমান, মজিবর রহমান, নিয়ন চাকমা, পারভেজ লেলিন, কমরেড রকিব পারভেজ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বদরুদ্দীন উমর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ