Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ার্ন থেকে বার্সায় ভিদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালকে দলে পেতে সমঝোতায় পৌঁছেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও লা লিগা শিরোপাজয়ী বার্সেলোনা। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল পরীক্ষার জন্য ক্যাম্প ন্যুতে পা রাখবেন ভিদাল। ৩১ বছর বয়সী এই ফুটবলার তিন বছরের চুক্তিতে কাতালান ক্লাবে যোগ দেবেন বলে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায় বার্সেলোনা।
বার্সার বিবৃতির কিছুক্ষণ পর ভিদালের বর্তমান ক্লাব বায়ার্নও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিদালের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। অবশ্য ট্রান্সফার ফি’র পরিমাণ উল্লেখ করেনি কেউই। তবে ইউরোপিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী পরিমাণটা ২৭ মিলিয়ন পাউন্ড।
আসন্ন মৌসুমে ভিদালের উপস্থিতি বার্সেলোনার মাঝ মাঠে ভিন্ন মাত্রা নিয়ে আসবে বলে মনে করেন কোচ আর্নেস্তো ভালভার্দে। যুক্তরাষ্ট্র সফরে তৃতীয় ও শেষ ম্যাচের (আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে এসি মিলানের বিপক্ষে) আগে গতকাল সংবাদ সম্মেলনে এমনিই জানান ভালভার্দে, ‘সে এমন একজন খেলোয়াড়, আমরা আশা করি যে, সে আমাদের মাঝ মাঠে শক্তি বয়ে আনবে।’ মাঝ মাঠে শক্তি বাড়াতে এমন অভিজ্ঞ একজনকেই খুঁজছিলেন বার্সেলোনা কোচ, ‘তার অনেক অভিজ্ঞতা আছে। বড় ম্যাচ খেলতে সে অভ্যস্ত। মাঠের সব জায়গায় তার উপস্থিতি থাকে, আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো হবে।’
ভিদাল বার্সোলোনায় মানিয়ে নিতে পারবেন কি না এ নিয়ে অবশ্য অনেকেই সন্দিহান। তবে এ ব্যাপারে আত্মবিশ্বাসী ভালভার্দে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহোকে উদাহরণ হিসেবে এনে তিনি বলেন, ‘পাওলিনহোর মতো সেও আমাদের দলে থাকা অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে কিছুটা ভিন্ন। আমরা মনে করি, এখানে সে ভালোভাবে মানিয়ে নিতে পারবে। সে একজন যোদ্ধা। আমাদের দলে ভিন্ন ধরনের খেলোয়াড়দের জন্য জায়গা আছে।’
এবারের দল-বদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে বার্ষেলোনায় যোগ দিতে যাচ্ছেন ভিদাল। এর আগে ব্রাজিলের উইঙ্গার ম্যালকম, মিডফিল্ডার আর্থার মেলো ও ফরাসি ডিফেন্ডার ক্লেমোঁ লংলেকে দলে টানে লা লিগা চ্যাম্পিয়নরা। তবে এখানেই শেষ নয়, ভালভার্দে আরও খেলোয়াড় কেনার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা আমাদের দলকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। আমরা বার্সেলোনা এবং অন্য যেকোনো ক্লাবের মতো আমাদের দলটার উন্নতির জন্য আমরা উন্মুক্ত। দল-বদলের সময় শেষ হওয়ার আগে কী ঘটতে পারে তা আমরা জানি না।’
২০১৫ সালের জুলাইয়ে জুভেন্টাস থেকে বায়ার্নে যোগ দেন ভিদাল। এরপর গত তিন মৌসুমে জেতেন তিনটি লিগসহ মোট পাঁচটি শিরোপা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিদাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ