রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান)ড. মোঃ মোজাম্মেল হক খান বলেছেন,” বঙ্গবন্ধু যুদ্ধ বিদ্ধস্ত দেশকে সোনারবাংলা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে দূর্নীতি, ত্রুটিযুক্ত রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় বিভেদ, লুটপাটের কারণে দেশ অনেক পিছিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ অবস্থা হতোনা। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পক্ষেপে দেশ এ অবস্থা থেকে মুক্ত হয়ে গেছে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। “
তিনি গতকাল শনিবার দুপুরে আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দুর্নীতি বিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজালাল মিয়া, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ রেজওয়ান উল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক শাহজাহান কবির, রফিকুল ইসলাম রানা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে কমিশনার দুপ্তারা স্ট্রোল করোনেশন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। পরে উপজেলা সদরে একটি বাড়ী একটি খামার এর অফিস এবং সহকারী কমিশনার ভূমি অফিসের অর্ভ্যারর্থনা কক্ষ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।