Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আব্দুল হাই

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) পদে মোঃ আব্দুল হাই গতকাল (সোমবার) যোগদান করেছেন। বিসিএস (প্রকৌশল) ক্যাডারে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ রেলওয়েতে ১৯৮৪ সালের ১৫ জানুয়ারী যোগদান করেন। তিনি মহাব্যবস্থাপক (পূর্ব) পদে যোগদানের পূর্বে রেলওয়ের খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প ও ২য় ভৈরব, ২য় তিতাস সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলী (পূর্ব), যুগ্ম-মহাপরিচালক (প্রকৌশল), বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (লালমনিরহাট) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি সউদি আরবে রেলপথ নির্মাণ কাজেও লিয়েনে কর্মরত ছিলেন। তিনি ১৯৫৯ সালে নাটোর জেলার গুরুদাসপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আব্দুল হাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ