Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদ ইয়াবা সেবনকারী ও বিক্রেতাদের ধরতে জনগণের সহযোগিতা লাগবে-ওসি কেপায়েত উল্লাহ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

রাউজানের উত্তরসর্তা হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) ট্রাস্টের উদ্যোগে ও এলাকাবাসির সহযোগিতায় মদ-ইয়াবা বিক্রি ও সেবনরোধ ও আইনশৃংখলা রক্ষার্থে সচেতনতামূলক আলোচনাসভা গতকাল সকালে দরগাহ বাজার মাদ্রাসা ময়দানে অনুষ্টিত হয়। ট্রাষ্টের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ। বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মুহাম্মদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,আব্দুল করিম মাষ্টার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর,ইউপি সদস্য সরোয়ার উদ্দিন,নাসির সিকদার,দমদমা মাদ্রাসার শিক্ষক মৌলানা তসলিম,দরগাহ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন,ছাত্রসেনার নেতা শওকত হোসেন সারজান। এতে উপস্তিত ছিলেন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন,মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ,মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম,মুক্তিযোদ্ধা আবুতাহের,সাহাবু সওদাগর,মৌলানা হাফেজ শফি,নেজাম উদ্দিন,মাষ্টার তৌফিকুল ইসলাম,ডাক্তার ফরিদ উদ্দিন ইউছুফ,জেলা যুবসেনা নেতা মুহাম্মদ আলমগীর,যুবলীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ। ওসি কেপায়েত উল্লাহ বলেন, মদ-ইয়াবা সেবনকারী ও বিক্রেতাদের ধরতে এলাকার জনগনের সহযোগিতা লাগবে। তিনি বলেন, সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে গরু চোরদের দৌরাত্ম বাড়তে পারে তাই জনগন আর পুলিশ সমন্বয়ে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে সকলকে। তিনি বলেন, রাউজানে চুরি,ডাকাতি,ইভটিজিং সহ নানা অপরাদ করে আইনশৃংখলা গোলাট করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ