Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুলগাজী ও পরশুরামে আবারো ১০ গ্রাম প্লাবিত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে নতুন করে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। প্রথম দফার বন্যায় বেডিবাঁধগুলো খোলা থাকায় খুব সহজে পানি ঢুকে এলাকাগুলো প্লাবিত হচ্ছে। সূত্রে জানা গেছে, ফুলগাজী ও পরশুরামে পাহাড়ি ঢলের কারণে মুহুরী নদীর ভাঙা ২৮টি স্থান দিয়ে পানি ঢুকে ফুলগাজী ও পরশুরাম উপজেলার রতনপুর, দুর্গাপুর, মির্জানগর, চিথলিয়াসহ ১০ গ্রাাম প্লাবিত হয়েছে। এতে কৃষকদের ফসলি জমি, পুকুরের মাছসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রবল ¯স্রোতে তলিয়ে যাওয়া রাস্তার ওপর অস্থায়ী সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, কাঁচা ঘরবাড়ি ধসে পড়ছে, সন্তানরা স্কুলে যেতে পারছে না। গবাদি পশু নিয়ে মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। আমরা ত্রাণ চাই না, বাঁধের স্থায়ী সমাধান চাই। ফুলগাজী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বন্যার স্থায়ী সমাধান টেকসই বাঁধ নির্মাণে ইতোমধ্যে সার্ভে সম্পন্ন হয়েছে। শুকনো মৌসুম এলে কাজ শুরু হবে। এখন ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লাবিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ