মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া পঞ্চমবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র ঘিরে উত্তর কোরিয়ার ব্যস্ততা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র ঘিরে গত মাসের তুলনায় এ মাসে যানবাহন চলাচল এবং কর্মী ও যন্ত্রপাতির আনাগোনা দুই থেকে তিনগুণ বেড়েছে। আগামী মাসের শুরুর দিকে পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হয়ত ওই সমাবেশের আগে নিজের অর্জন বাড়াতে চান নেতা কিম জং উন। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগযোগ করা হলে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তবে বলেছে, উত্তর কোরিয়া যে কোনো সময় নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। এ বছরের শুরুতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এক মাসের মাথায় ফেব্রুয়ারিতে দেশটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। পরপর এ দুটি ঘটনা আন্তর্জাতিক বিশ্ব এমনকি উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র চীনকেও ক্ষুব্ধ করে। যুক্তরাষ্ট্রে ও জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। চীন ওই নিষেধাজ্ঞায় সমর্থন জানিয়েছে। এরপরও কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।