Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে যাত্রীবাহী বিমানে ড্রোনের আঘাত

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনের হিথরো বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় ড্রোন একটি বিমানকে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এ সত্ত্বেও বিমানটি নিরাপদে হিথরো বিমানবন্দরে নামতে পেরেছে। ব্রিটিশ এয়ারওয়েজের এ ফ্লাইটে ১৩২ জন যাত্রী ছিল এবং এটি জেনেভা থেকে ফিরছিল। স্থানীয় সময়ে ১২টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। নামার পর পাইলট জানান, বিমানবন্দরের দিকে এগিয়ে আসার সময়ে কোনো বস্তু এয়ারবাস এ৩২০কে আঘাত করেছে, বস্তুটি ড্রোন বলে ধারণা করা হচ্ছে। হিথরোর এভিয়েশন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এদিকে ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানবন্দরের কাছে ড্রোন ওড়ানোর ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না। কেউ যদি এ আইন ভেঙ্গে থাকে তবে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডনে যাত্রীবাহী বিমানে ড্রোনের আঘাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ