Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৫৫

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

লোহিত সাগরের উপকূলবর্তী ইয়েমেনি বন্দরনগরী হোদাইদায় যৌথ বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২৪ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বৃহস্পতিবার রাতে ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হোদাইদা শহরের আল-থাওয়ারা সরকারি হাসপাতাল ও ব্যস্ততম একটি মৎস্য বন্দরে ওই বিমান হামলা চালানো হয়। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বার্তা সংস্থা রয়টার্স ২৮ এবং চীনা সরকারি গণমাধ্যম সিনহুয়া শুক্রবার ভোরে ৭০ জন নিহতের কথা উল্লেখ করেছে। আন্তর্জাতিক রেড ক্রস বলছে, তারা ওই এলাকায় অস্ত্রোপচারের উপকরণ পাঠিয়েছে যা দিয়ে ৫০ জনের বেশি লোকের চিকিৎসা করা যাবে। রেড ক্রস ওই হাসপাতালে আগে থেকেই সহযোগিতা করে আসছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ