Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আফ্রিকানরা বৈষম্য ও বর্ণবাদের শিকার

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফ্রিকা থেকে আসা বহু মানুষ ভারতে বসবাস করে। ভারতে বসবাসরত অনেক আফ্রিকানদের মতে, সাম্প্রতিক সময়ে তারা অনেকেই বর্ণবাদ ও বৈষম্যের শিকার। কিছুদিন আগে সুদানের এক শিক্ষার্থীর গাড়ি চাপায় স্থানীয় এক মহিলার মৃত্যু হয়। এর জের ধরে ব্যাঙ্গালোরে তানজিনিয়া থেকে আসা এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের পাশাপাশি পোশাক খুলে নেয় একদল বিশৃঙ্খল জনতা। আফ্রিকান অভিবাসীরা ভারতের এমন প্রেক্ষাপটে নিজেদের কঠিন সময় পার করছে বলে মনে করছে। ভারতে অবস্থানরত শিক্ষার্থী সিওরালিয়ন থেকে আসা বেনজিয়মিন প্র্যাট। বেনজামিন বলেন, ভারত একটি দারুণ জায়গা। প্রতিদিনই আমি যখন বাইরে যাই, নতুন কিছু না কিছু দেখি। অনেক আফ্রিকান এখানে লেখাপড়া করছেন এবং তারা বৈষম্যের শিকার হচ্ছেন। সম্প্রতি কিছু আফ্রিকান হমলা, শ্লীলতাহানী এবং মারধরের শিকার হয়েছে। এসব খবর স্বাভাবিক ভাবেই আমাকে খুব আহত করে। বেনজিয়ামিনের কয়েকজন বন্ধুর সাথে কথা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে আফ্রিকানরা বৈষম্য ও বর্ণবাদের শিকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ